Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা
জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহসানুল মামুনের হস্তক্ষেপে বুধবার রাত ১০টার বন্ধ হলো বাল্যবিয়ে। উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর পশ্চিমপাড়া গ্রামের জানু শেখের মেয়ে জয়ফুল আক্তারের সাথে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। গত বুধবার সন্ধ্যার পর থেকে মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। বরযাত্রীও এসে হাজির হয়েছেন মেয়ের বাড়িতে। কাজী ও মৌলভীর আনুষ্ঠানিকতা শুরু করেছে। ঠিক তখনই বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম এহসানুল মামুন প্রত্যন্ত অঞ্চলে স্বশরীররে বিভিন্ন দফতরের কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিকদের সাথে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন। পর মুহূর্তে বরযাত্রীরা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। এ সময় কাজীর কাছ থেকে ভুয়া জন্ম সনদ পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিয়ে সহযোগিতাকারী. কাজী, ইমাম, বাবা-মা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাল্যবিয়ে নিরোধ আইনে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিলে বাবা, মা ভাইদের সাজা দিতে চাইলে নিরক্ষরতা কথা বলে এলাকাবাসী ক্ষমা প্রার্থনা করেন। এ সময় উপস্থিত প্রায় ৩শ’ জনগণ বাল্য বিয়ের কুফল জেনে প্রতিজ্ঞা করেন আর কেউ বাল্যবিয়ে দেবেন না। উল্লেখ্য, ইসলামপুর উপজেলাকে শিশু ও বাল্যবিয়ে, মাদকমুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। তাই বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা করেন উপজেলা প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ