মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৪০) ও মমিন সরকার (৩০) নামে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-ফুলপুকুরিয়া সড়কের গুমানীগঞ্জ
মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামে নাজমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পরকীয়া প্রেমের জের ধরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নাজমার স্বামী সুজাত আলী পলাতক রয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের সোহরাওয়ার্দী বেপারীর ছেলে সুজাত আলী বেপারীর সাথে একই এলাকার বেল্লাল কাজীর মেয়ে নাজমার বিয়ে হয়। সম্প্রতি সুজাত আলী একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এই ঘটনার জের ধরে বুধবার রাতে নাজমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে নাজমার মা আকলিমা বেগমের দাবি। ঘটনার পর নাজমার স্বামী সুজাত আলী পালিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।