ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিন
চৌদ্দগ্রাম (কুমিল্লা)উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. সুজন (৩৫) নামের এক ট্রাক হেলপার নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহত সুজন নারায়ণগঞ্জের ফতুল্লার আলিগঞ্জ গ্রামের আবদুল বারেকের ছেলে। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজিম উদ্দিন বলেন, ঢাকাগামী ট্রাকের সঙ্গে চট্টগ্রাম গামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে গাড়ির দুটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার সুজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। আহতদেরকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।