Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরিশালে জেলা ছাত্রদলের অনশনরত ৪ ছাত্র নেতাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৭:০৭ পিএম

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতির দাবিতে শীতের রাতকে উপেক্ষা করে একটানা ২৭ ঘন্টা আমরণ অনশন কর্মসূচি পালনকালে কয়েকজন ছাত্রদল সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়লে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের অনুরোধে অনশন কর্মসূচি ভঙ্গ করেছে অনশনকারীর।

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা যুবদল সভাপতি এইচ এম তছলিম উদ্দিন জুস পান করিয়ে অনশনরত ছাত্রদল নেতা সবুজ আকনকে জুস ও পানি পান করিয়ে তাদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করান।

এসময় জেলা যুবদল সভাপতি এইচ এম তছলিম উদ্দিন বলেন, বর্তমান সরকারকে হঠাতে হলে নিজেকে সুস্থ রেখে আন্দোলন-সংগ্রাম করার জন্য মাঠে লড়াই করতে হবে। তাই তোমাদের আত্মত্যাগের যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি জেলা যুবদল সম্মান জানায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ