করোনা পরিস্থিতিতেও দেশের জিডিপি অর্জন সন্তোষজনক ছিল: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাংলাদেশ প্রায় ১৭ কোটি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিকে নির্যাতনের অভিযোগে সিনিয়র জেল সুপার, জেলারসহ পাঁচ কারা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালতে ফটিকছড়ি উপজেলার বাসিন্দা পারভিন আক্তার হিরা এ আবেদন দাখিল করেন।
আদালত আবেদনটি গ্রহণ করে আগামী ৩০ নভেম্বর আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। অভিযুক্তরা হলেন- সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম, জেলার দেওয়ান তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, কারারক্ষী সবুজ দাশ এবং সুবেদার মো. এমদাদ হোসেন।
বাদীর অভিযোগ, তার স্বামী মো. শামীম সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০০৪ সাল থেকে কারাগারে আছেন।
অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার উপর শারীরিক নির্যাতন করে আসছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলার দেওয়ান তারিকুল ইসলাম। ওই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সম্প্রতি উচ্চ আদালতের রায়ে তার সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। তার বিরুদ্ধে আরও নয়টি মামলা বিচারাধীন বলে জানান জেলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।