Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিসিবির যত ভুলে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসি-ঠাট্টা,

তুমুল সমালোচনা সাকিবের ঘাড়ে শহিদুলের মাথা, টিকিটে দিনকে রাত, দেশের নামেও ভুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ৫:৪২ পিএম

বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ। একের পর এক হার নিয়ে এমনিতেই ক্রিকেটপ্রেমীদের মাঝে চলছে তুমুল সমালোচন। এরই মধ্যে কয়েকটি কাণ্ড করে সমালোচনার আগুনে ঘি ঢালল বিসিবি। সাকিবের ঘাড়ে শহিদুলের মাথা বসানো, টিকিটে সময় ভুলের পর এবার বাংলাদেশের নামই ভুল লিখলো সংস্থাটি। এসব কাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে বিসিবি।

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে শুরু হয় প্রথম টেস্ট। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের অফিসিয়াল খেলোয়াড় তালিকাতেও পাওয়া গেল ভুল। বাংলাদেশের খেলোয়াড় তালিকায় দেশের নামই ভুল করেছে বিসিবি। প্লেয়ার তালিকায় ইভেন্টের ঘরে লেখা পাকিস্তানের বানান ঠিক থাকলেও ভুল হয় বাংলাদেশের বানান। বাংলাদেশের ইংরেজি বানানে N এর বদলে লেখা ছিল M। তাতে বাংলাদেশের বদলে শব্দটি হয়ে যায় "বামগ্লাদেশ (Bamgladesh) !"

এরআগে টিকেটে দিনকে রাত বানায় বিসিবি। বিসিবির ছাপানো প্রথম দিনের টিকেটে '১০ এএম' এর জায়গায় '১০ পিএম' ছাপা হয়েছে। টিকেটে লেখা আছে খেলা শুরু 'টেন পিএম' অর্থাৎ রাত ১০টায়। দ্রুতই এই টিকিটের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীরা এতে বিসিবির অব্যবস্থাপনাকে দায়ী করে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসও দিচ্ছেন।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে আরও একটি কাণ্ড চোখে পড়ে। সাকিব আল হাসানের ২০১৯ বিশ্বকাপের একটি ছবি এডিট করে তার ঘাড়ে পেসার শহিদুলের মুখ বসিয়ে আপলোড করে পেজটি। মোস্তাফিজ ও শরিফুলের ইনজুরির কারণে সোমবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শহিদুল ইসলামের অভিষেক ঘটে। আর অভিষেক ম্যাচেই পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করেন পেসার শহিদুল। যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম উইকেট।

এদিকে শহিদুলের এই প্রথম উইকেটপ্রাপ্তির বিষয়টি ফেসবুক পেজে আপলোড করতে গিয়ে এ কাণ্ডটি ঘটায় বিসিবির মিডিয়ার দায়িত্বে থাকা কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শহিদুলের ছবিটি পোস্ট করার পর সহজেই বিসিবির কারসাজি ধরে ফেলেন। কমেন্টে অনেকেই জানিয়েছেন সে কথা। আসল ছবি কার, কোন ম্যাচের সবই জানা দেশের ক্রিকেটপ্রেমীদের।

বিসিবির ওপর ক্ষোভ ঝেড়ে ফেসবুকে দেলোয়ার হোসেন লিখেছেন, ‘‘একবার সাকিবের ছবি শহিদুলে, একবার টিকেটে সময় ভুল, আবার স্টেডিয়ামের চেয়ারে গুলো ভাঙ্গা থাকার ভুল, আমাদের দলের পারফরম্যান্স ও ভাঙ্গা। এখন বাংলাদেশের নামেও ভুল,এই হলো বিসিবির অবস্থা!!’’

হেলাল খান রাকিব লিখেছেন, ‘‘বাংলাদেশকে বিশ্বের কাছে অশিক্ষিত জাতি হিসাবে তোলে ধরার জন‍্য।বিসিবিতে যেসব অদক্ষ লোকজন আছে তাদের নিকট থেকে আর ভালো কিছু আশা করা যায়না। আর একটা কথা বাংলাদেশকে বিশ্বের কাছে একটি হাস্যকর জাতি হিসেবে তুলে ধরতে যা যা করা প্রয়োজন সবই করছে...। আবার অতি উৎসাহী কেউ পাকিস্তান টীমের বিরুদ্ধে মামলা করে হাস্যকর করে তুলছে..বাবররা মামলায় হাজিরা দিতে হবে দিনের বেলা, তাই চট্রগ্রাম টেস্ট শুরু হবে রাত ১০ টা থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরাটাই গেছে বাকি আর কিছু রইলো না...।যিনি টিকেট ছাপার কাজ করেন উনার মনে হয় সময় টা বসানোর সময় মারাত্মক ভাবে "প্রকৃতি" ডাক দিয়েছে তাই তাড়াহুড়ো করতে গিয়ে এই ভুল। BCB কখন যে নিজেরাই বি চি বি লিখা শুরু করে আল্লাহ জানে।’’

ইঞ্জিনিয়ার মোঃ সাওয়ার হোসাইন লিখেছেন, ‘‘এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হোক, এতো চেতনার গল্প গত দুই সপ্তাহ ধরে চলছে, অথচ বোর্ডে দেশের নাম ভুল এটা কোন ছোট ভুল নয় এখানে অন্য কিছু থাকতে পারে।’’

কাজী মান্না পারভেজ লিখেছেন, ‘‘বামগ্লাদেশ...। খেলার সময় দিনের পরিবর্তে রাত.. তাও মেনে নেয়া যায়। মনে করলাম ভোটের মত, দিনের বদলে রাতে ভোট করে জয়ী হতে পারলে খেলায়ও পারবে.। কিন্তু, দেশের নামে ভুল করাটা মেনে নিতে পারছি না।’’

মোঃ সাওয়ার ফেলদৌস লিখেছেন, ‘‘এসব ক্রিকেটকে ধ্বংস করার নমুনা। ক্রিকেটের প্রতি অনীহা বা অবহেলার কারণে যাকে তাকে দিয়ে কাজ করা হয় বলেই এসব ভুল হচ্ছে। ক্রিকেট বাঁচাও, ধান্দাবাজদের হটাও।’’



 

Show all comments
  • M R ২৭ নভেম্বর, ২০২১, ৯:৪৫ পিএম says : 0
    Oderke sorao , amake bosao.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ