Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেনাপোল স্থলবন্দর থেকে ৪টি বোমা উদ্ধার, বন্দর জুড়ে আতংক

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ৭:০০ পিএম

বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে ২৪ নং শেড থেকে শনিবার সকালে পরিত্যক্ত অবস্থায় ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল বন্দরের অভ্যন্তরে বোমা রয়েছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ বন্দরের ২৪ নম্বর শেডে অভিযান চালিয়ে ৪টি বোমা উদ্ধার করেছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা গুলো বন্দরের অভ্যন্তরে রেখেছে তা তদন্ত করছে পুলিশ। গোটা বন্দর এলাকায় বিরাজ করছে আতংক ।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, বন্দরের শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাল কসটেপ দিয়ে জড়ানো অবস্থায় ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। বন্দরের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বোমাগুলো রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে সংশ্লিষ্টদের খবর দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা উদ্ধার

২০ জানুয়ারি, ২০১৯
১৫ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ