Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘সীমান্তে বাড়তি সেনা ও বিমান মোতায়েন করেছে দিল্লী’

পাকিস্তানে ভারতীয় রেডিও-টিভি নিষিদ্ধ

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত বাড়তি সেনাদল মোতায়েন করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের অন্যতম প্রভাবশালী সিনেটর সাইয়্যেদ মুশাহিদ হোসেইন। তিনি জানান, পাকিস্তানকে টার্গেট করে সীমান্তে ভারত কয়েক স্কোয়াড্রন যুদ্ধবিমানও মোতায়েন করেছে। গতকাল পাকিস্তানের পররাষ্ট্র সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয়ক সিনেট স্থায়ী কমিটির বৈঠক শেষে মুশাহিদ হোসেইন গণমাধ্যমকে এসব কথা বলেন। ভারত ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়টি পর্যালোচনার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক এবং রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর এ উত্তেজনা দেখা দিয়েছে। ভারত বলে আসছে- ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। অন্যদিকে, পাকিস্তান বলছে, ভারতে যেকোনো ধরনের হামলার পরই পাকিস্তানকে দোষারোপ করা দিল্লির অভ্যাসে পরিণত হয়েছে। উত্তেজনার অংশ হিসেবে দু’দেশ সেনা মহড়াও দিয়েছে।
পাকিস্তানে ভারতীয় রেডিও-টিভি নিষিদ্ধ
এদিকে পাকিস্তানে ভারতীয় খবর বা বিনোদনমূলক অনুষ্ঠানসহ ভারতীয় সব টিভি চ্যানেল ও রেডিও নেটওয়ার্ক নিষিদ্ধ করেছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটর অথরিটি বা পিইএমআরএ। আজ বিকেল ৩টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এর ফলে পাকিস্তানের ক্যাবল টিভি ও রেডিও অপারেটররা বলিউডের কোনও গান বা ছবিসহ ভারতীয় কোনও খবর বা বিনোদনের কোনও অনুষ্ঠানই আর প্রচার করতে পারবে না। ভারতীয় টিভি চ্যানেল বিশেষ করে চলচ্চিত্র বা বিনোদন বিষয়ক অনুষ্ঠান ও খবরাখবর পাকিস্তানে খুবই জনপ্রিয়।
তবে এই নিষেধাজ্ঞা জারির ফলে সেসব পাকিস্তানিই ভারতীয় টিভি চ্যানেল দেখতে পাবেন যাদের নিজস্ব স্যাটেলাইট ডিশ রয়েছে, এছাড়া বাকিরা বঞ্চিত হবে। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের অনেকের বাড়িতে স্যাটেলাইট ডিশ আছে যেখানে ক্যাবল নেটওয়ার্ক সুবিধা নেই। এর আগে পাকিস্তানি মিডিয়াকে বলা হয়েছিল ১৫ অক্টোবরের মধ্যে ভারতীয় অনুষ্ঠানের সংখ্যা যেন ছয় শতাংশে নামিয়ে আনা হয়। চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র কয়েক ঘণ্টা দেখানোর নির্দেশ দেয়া হয়েছিল। নির্দেশ অনুযাযায়ি পাকিস্তানি চ্যানেলগুলো অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছিল, তবে এখন ভারতীয় অনুষ্ঠান ও চ্যানেল প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আনায় আবারও নতুন করে অনুষ্ঠানসূচি সাজাতে হবে পাকিস্তানি মিডিয়াকে। সূত্র : এএফপি ও পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘সীমান্তে বাড়তি সেনা ও বিমান মোতায়েন করেছে দিল্লী’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ