Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দখলকৃত পশ্চিমতীরে আবারও ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। টহলরত সেনা সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। নিহতের নাম খালেদ বাহার বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তার বয়স ১৫ বছর বলেও জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হেবরন শহরের বেইত উম্মার এলাকার কাছে ঘটনাটি ঘটে। ইসরাইলি বাহিনীর এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থাকে বলেন, সেনা সদস্যদের দিকে পাথর ছুড়ে মারা হয়েছিল, তাতে এক সেনা হালকা আহত হন। সেনা সদস্যরা প্রথমে ওই সতর্কতা গুলি ছুড়েছিল এবং পরে সন্দেহভাজন সে কিশোরকে গুলি করে আর তাতে তার মৃত্যু হয় বলেও দাবি করেন তিনি। ১৯৯০-এর দশকের শুরু থেকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরাইল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। এএফপি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ