Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাদারীপুরে বোমা বিস্ফোরন জাল ভোট প্রদানের মধ্যে ইউপি নির্বাচন সম্পন্ন

স্টাফ রির্পোটার মাদারীপুর | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ৬:১৩ পিএম

ইউপি নির্বাচনে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের উত্তর খাকছাড়া এবং দক্ষিন খাকছাড়া ভোটকেন্দ্রে প্রকাশ্যে দিবালোকে সকাল সাড়ে ১০টায় ব্যালটে ছীল মেরে জাল প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। সংবাদ পেয়ে জাল ভোট দেয়ার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ্উপর চড়াও হয় জাল ভোট প্রদানকারীবিক্ষুদ্ধ কর্মীরা।পুলিশ তখন নীরব ভুমিকা পালন করে সাংবাদিকদের ভোট কেন্দ্র থেকে চলে যেতে বলে। অপরদিকে দপুর ১টায় বালিয়া ভোট কেন্দ্রে প্রতিদ্বন্দি প্রার্থীদের সমর্থকদের মধ্যে বাদানুবাদের জের ধরে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে।অপরদিকে কুনিয়া ইউনিয়নের আশাপাট কেডি দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের অনেক প্রবাসীভোটারদের নামে জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই দুই নির্বাচনী কেন্দ্রের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। কেডি দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের অনিয়মের ব্যাপারে উপস্থিত সাংবাদিকরা প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ করলে দুপুর আড়াইটায় চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান নান্নু চ্যানেল ২৪ এর সাংবাদিক সাগর হোসেন তামিমের সাথে অসৌজন্যমুলক আচরন করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ