Inqilab Logo

শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২, ১৪ মাঘ ১৪২৮, ২৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

কামিলা কাবেলো-শন মেন্ডিস ছাড়াছাড়ি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দুই বছরের বেশি প্রেম করার পর কণ্ঠসঙ্গীত জুটি কামিলা কাবেলো-শন মেন্ডিস ঘোষণা দিয়ে সম্পর্কচ্ছেদ করেছেন। তারা জানিয়েছেন তারা ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে সম্পর্ক বজায় রাখবেন। ‘সেনোরিতা’ গানের এই দুই শিল্পী যুক্তভাবে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এই সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তাদের ঘোষণার শুরু হয়েছে এভাবে, ‘হেই গাইজ, আমরা আমাদের রোমান্টিক সম্পর্ক শেষ করার ঘোষণা দিচ্ছি, তবে মানুষ হিসেবে পরস্পরের প্রতি আমাদের ভালবাসা আরও শক্তিশালী হয়ে বজায় থাকবে।’ ‘আমরা বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক শুরু করেছিলাম এবং বন্ধু হয়েই থাকব। শুরু থেকে আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। কামিলা শন।’ হ্যালোউইন দিবসে ‘ডে অফ ডেড’ উদযাপনের কালে এই সাবেক জুটিকে ফোকলোরিকো পোশাকে দেখা গেছে। গø্যামার সাময়িকীতে দেয়া সাক্ষাতকারে কাবেলো (২৪) এবং মেন্ডিস (২৩) জানান তারা সম্পর্কোন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে ২০১৯ সালে জুলাই থেকে তারা প্রেম করছেন বলে জানা যায়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কামিলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ