Inqilab Logo

শনিবার, ২২ জানুয়ারী ২০২২, ০৮ মাঘ ১৪২৮, ১৮ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ভালো আছেন ইয়াসির আলী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১:৩৭ পিএম
দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় শাহীন আফ্রিদর বাউন্সারে আঘাত লাগে ইয়াসির আলীর। মাথায় বল আঘাত হানার পর এক ওভারের মতো মাঠে থাকলেও পরবর্তীতে ব্যাট না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর তাকে নেয়া হয় হাসপাতালে। সেখানে মাথার সিটিস্ক্যান করা হয়। ভালো খবর হলো তার মাথায় কোন সমস্যা পাওয়া যায়নি। তার অবস্থা স্থিতিশীল আছে। 
 
এদিকে তিনি সুস্থ থাকলেও চট্টগ্রাম টেস্টে আর মাঠে নামা হচ্ছে না তার। কারণ তার কনকাসন বদলি হিসেবে খেলতে নামেন নুরুল হাসান সোহান। ম্যাচের বাকি সময়টায় সোহানই খেলবেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন