Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বকেয়া পরিশোধের দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ৪:৩৪ পিএম

খুলনার মিরেরডাঙ্গা শিল্প এলাকার বেসরকারি এ্যাজাক্স জুট মিল শ্রমিক-কর্মচারীদের চুড়ান্ত বকেয়া পাওনাদি এককালিন পরিশোধসহ বন্দকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও ৬ দফা দাবিতে অনশন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও এ্যাজাক্স জুট মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আজ সোমবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় এ্যাজাক্স জুট মিলের শ্রমিক ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেন সাধারন শ্রমিক কর্মচারীরা।
এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, সবুর, আলম, মোঃ মুজিবর, আঃ রশিদ, মোঃ আলা, হাছান, ,সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, আফিলউদ্দিন, লুৎফর রহমান, তোফাজ্জেল হোসেন, মোঃ ওদুদ শরিফ, আবুল হোসেন, মোঃ দুলাল,দেলোয়ার, শাহিদুল, গিয়াসউদ্দিন, আঃ হাই, আঃ রশিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বকেয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ