Inqilab Logo

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

মীরসরাইয়ে শিল্পনগর পরিদর্শনে সউদী মন্ত্রী

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৭ এএম

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেন সউদীআরব সরকারের সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের। গতকাল সোমবার সকাল ১০টায় সফর সঙ্গীদের নিয়ে বেজা অফিসের সামনে বৃক্ষরোপন ও ৩নং সুপার ডাইক সংলগ্ন ভূমি পরিদর্শনসহ বেজা কনফারেন্স রুমে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সউদী আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্টদূত জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সহকারি ব্যবস্থাপক আমজাদ হোসেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানসহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সউদীআরব মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। সউদী সরকার সব সময় বাংলাদেশের সাথে ছিলো এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প অঞ্চলের সউদী সরকার এর সাথে কথা বলে বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন