Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শর্তের আবর্তে হাফ ভাড়া : সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১১:৫৬ এএম | আপডেট : ১২:২৮ পিএম, ৩০ নভেম্বর, ২০২১

আন্দোলনের মুখে অবশেষে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। তবে এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। শর্তে বলা হয়েছে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া নেওয়া হবে। এছাড়া ঢাকার বাইরে শিক্ষার্থীদের হাফ ভাড়া প্রযোজ্য হবে না। সাপ্তাহিক বন্ধ ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনেও হাফ ভাড়া থাকবে না।

বুধবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনার পর ছাত্রদের বাসে হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়। তবে হাফ ভাড়া প্রদানের সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফ ভাড়া

২ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ