Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢামেক ফটকে অ্যাম্বুলেন্স চাপায় আহত আরো একজনের মৃত্যু

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফটকে অ্যাম্বুলেন্স চাপায় আহতদের মধ্যে রমজান আলী (৩৫) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ মোট পাঁচজন নিহত হলেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে ঢামেক হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রমজান কুমিল্লা জেলার তিতাস উপজেলার মৃত জজ মিয়ার ছেলে। তিনি পেশায় রিকশা চালক ছিলেন।
রমজান আলীর পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন তিনি স্ত্রীর চিকিৎসা করাতে ঢামেক হাসপাতালে এসেছিলেন। ওই ঘটনায় আহতদের মধ্যে এখন একমাত্র বেঁচে আছে শিশু সজিব। সে ঢামেক হাসপাতালেই ভর্তি আছে। সজিবের বাম পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে এ দুর্ঘটনায় মারা যান, অন্তঃসত্ত্বা সূর্যি বেগম (৩০), গুলিনূর বেগম (২৫) সাকিব (৪) ও অজ্ঞাত (৬০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢামেক ফটকে অ্যাম্বুলেন্স চাপায় আহত আরো একজনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ