Inqilab Logo

শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ০৭ মাঘ ১৪২৮, ১৭ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

নওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে গলায় দড়ি পেচানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ৪:৫৯ পিএম

নওগাঁর নিয়ামতপুরের ছাতড়া তেলের পাম্পের সামনের পুকুর থেকে গলায় দড়ি পেঁচানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১০ টার সময় ছাতড়া বাজারের পশ্চিমে ছাতড়া ফিলিং ষ্টেশনের দক্ষিনে বুড়িপুকুর নামক স্থানের এক পুকুর থেকে নিয়ামতপুর থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মৃত ব্যক্তির বয়স ৩০ থেকে ৪০ বছরের হতে পারে। পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন রাখাল গরু চরানোর সময় পুকুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজনদের সংবাদ দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগীতা নিয়ে তার লাশ উদ্ধার করে। তার গলায় রশি পেঁচানো রয়েছে। এদিকে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হক জানান, ছাতড়া ফিলিং ষ্টেশনের দক্ষিনে বুড়িপুকুরে অজ্ঞাত ব্যক্তি যার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের লাশ ভেসে ছিল। আমরা জানতে পেরে পুলিশকে সংবাদ দিলে অফিসার ইনচার্জ হুমায়ন কবির ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, ছাতড়া ফিলিং ষ্টেশনের দক্ষিনে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশটির গলায় রশি পেঁচানো ছিল। ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২০ জানুয়ারি, ২০২২
১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন