Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কক্সবাজার সৈকতে উদ্বোধন হল আধুনিক আকাশী রেস্টুরেন্ট ফ্লাই ডাইনিং

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ৬:৪৬ পিএম | আপডেট : ৭:২২ পিএম, ৩০ নভেম্বর, ২০২১

কক্সবাজার সৈকতে উদ্বোধন হল দেড়শত ফুট উপরে খাবার খাওয়ার
ফ্লাই ডাইনিং নামের একটি উন্নতমানের অত্যাধুনিক রেষ্টুরেন্ট। মঙ্গলবার ৩০ নভেম্বর
সন্ধ্যায় কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

মেয়র মুজিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে পেরিসের মত উন্নতমানের পর্যটন শহর করতে চান। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
এতে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত রয়েছেন টুরিস্ট পুলিশের
অতিরিক্ত ডিআইজি মুসলিম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, এবং আমেরিকান প্রবাসী এই রেস্টুরেন্টের উদ্দোক্তা মোহাম্মদ আল জুবায়ের চৌধুরী।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত সেফ মি. টমি খান।

এতে উপস্থিত আছেন বোম্বে থেকে আগত এই ফ্লাই ডাইনিং এর পরিচালক ফয়াজ নওয়াব।
এছাড়াও কক্সবাজার এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন বিশ্ব ব্যাপী ফ্লাই ডাইনিং এর পরিচালক পনঙ্কজ টেংরা।



 

Show all comments
  • মো:মোয়াজ্জেম হোসেন ১ ডিসেম্বর, ২০২১, ৮:৩২ পিএম says : 0
    কক্সবাজের অবকোঠামো অত‍্যন্ত নিম্নমানের। একটি পর্যটন নগরী এমন থাকতে পারে না। ছিমছাম গুছালো কক্সবাজার দেখতে চাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ