Inqilab Logo

শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২, ১৪ মাঘ ১৪২৮, ২৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

হঠাৎ ঝড়ে বহু হতাহত তুরস্কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি ঝড়ে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ডজনেরও বেশি মানুষ। ইস্তাম্বুলের গভর্নর অফিসের বরাতে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। ইস্তাম্বুলের এসনিউর্ত ও সুলতানগাজী জেলায় দুই নারী নিহত হয়েছেন। আর জংগুলডাক প্রদেশে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল এক শ্রমিকের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ইজমির, কোকেলি এবং বুশরা প্রদেশে সাগরে পানি বেড়েছে এবং বাড়ির ছাদ উড়ে যেতে দেখা গেছে। তুরস্কের আবহওয়া দপ্তর ১৭ প্রদেশে অরেঞ্জ লেভেল ঝড়ের সতর্কতা জারি করেছে। এ ছাড়া ৩৫ প্রদেশে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা এক বিবৃতিতে টুইটারে বলেন, ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৮ জন আহত হয়েছেন। ইস্তাম্বুলের গভর্নর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রতিক‚ল আবহাওয়ার কারণে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বিদেশি নাগরিক। তুরস্কের আবহাওয়া দপ্তর জানায়, মারমারা, এজিয়ান, পশ্চিম ভ‚মধ্যসাগর, পশ্চিম কৃষ্ণ সাগর অঞ্চল ও আনাতোলিয়ায় ভারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ডেইলি সাবাহ।

 

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক


আরও
আরও পড়ুন