Inqilab Logo

শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ০৭ মাঘ ১৪২৮, ১৭ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

সুপারহিরো ফিল্মে জেমি ডরনান!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

‘ফিফটি শেডস অফ গ্রে’ এবং তার দুটি সিকুয়েলে ক্রিশ্চিয়ান গ্রের ভূমিকায় অভিনয় করেই বিশ্ব পরিচিতি পেয়েছেন জেমি ডরনান। ই. এল. জেমসের উপন্যাস অবলম্বনে এরোটিক-রোমান্টিক সিরিজটিতে তিনি এক ধনবান ভোগবাদী তরুণের ভূমিকায় অভিনয় করার পর এখন সুপারহিরো ভূমিকায় অভিনয় করার আশায় আছে। এ জন্য তিনি এরই মধ্যে চেষ্টা শুরু করেছেন। অভিনেতা জানিয়েছেন গত মার্চে কোভিড-১৯ সংশ্লিষ্ট জটিলতায় বাবা জিমকে হারাবার পর সুপারহিরো ধারার ফিল্মে অভিনয়ের জন্য আরও আগ্রহী হয়ে উঠেছেন। তিনি আরও জানিয়েছেন এরই মধ্যে তিনি মারভেল স্টুডিও প্রধান কেভিন ফাইগির সঙ্গে এরই মধ্যে দেখা করে তার প্রত্যাশার কথা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রকে তিনি বলেছেন, আমি এই ব্যাপারে আগে যতটা ছিলাম তার চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠেছি। ব্যাপারটা অনেকটা গুহাবাসীর প্রকাশের গভীর চাহিদার মত: আমাকে সেসব মানুষের চাহিদা মেটাতে সাফল্য পেতেই হবে। এছাড়া আমার বাবার মৃত্যু আমার মধ্যে সেই আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে, যে আমাকে সাফল্য পেতেই হবে এই ক্ষেত্রে। ৩৯ বছর বয়সী অভিনেতা এর আগে ‘সুপারম্যান’ ফিল্মের জন্য অডিশনে অংশ নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সুপারম্যান/ ক্লার্ক কেন্টের চরিত্রটি পান হেনরি ক্যাভিল। ক্যাভিল ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের ‘ম্যান অফ স্টিল’ ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অফ জাস্টিস’ এবং ‘জাস্টিস লিগ’ ফিল্মগুলোতে সুপারম্যান/ ক্লার্ক কেন্টের ভূমিকায় অভিনয় করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন