Inqilab Logo

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯, ১০ মুহাররম ১৪৪৪ হিজরী

৮ বছরের সম্পর্কে ইতি টানছেন দেবলীনা-তথাগত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ১১:৩৭ এএম

টলিপাড়ায় ফের সম্পর্কে ভাঙন! এবার অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা দত্তের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। গুঞ্জন উঠেছে আট বছরের সম্পর্কে ইতি টানতে চলেছেন তারকা দম্পতি। বেশ কিছুদিন ধরেই নাকি একসঙ্গে থাকছেন না। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি এ তারকা জুটি।

বিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে দেবলীনা বলেন, ‘একটাই কথা বলব এটা আমার ব্যক্তিগত জীবন। আমি অত্যন্ত সম্মানের সঙ্গে পুরো বিষয়টি ব্যক্তিগত রাখতে চাইছি।’

অন্যদিকে তথাগত বলেন, ‘বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। এখন কোনো মন্তব্য করব না। ভবিষ্যতে যদি কখনও মনে হয় এ বিষয়ে কিছু বলার রয়েছে তখন ভেবে দেখব।’

এদিকে শোনা যাচ্ছে, নেপথ্যে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় নামের এক নায়িকা। তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। গুঞ্জন রটেছে, গত এক মাস ধরে লিভ ইন করছেন তথাগত-বিবৃতি। টলিপাড়ার অনেকেই তথাগতর বাড়ি গিয়ে নাকি দেখে এসেছেন তাদের সাজানো সংসার!

চলতি বছরটা টলিপাড়ার জুটিদের জন্য একেবারেই ভালো নয়। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন অনুপম রায়। তার এ ঘোষণার পর রীতিমতো তোলপাড় হলো সোশ্যাল মিডিয়ায়। এবার তথাগতর-দেবলীনা বিচ্ছেদ গুঞ্জনে সরগরম টলিপাড়ার কিছু ব্যক্তি বলছেন, ‘যা রটে তার কিছুটা তো ঘটে…’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ