Inqilab Logo

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, ০৭ যিলহজ ১৪৪৩ হিজরী

আগামী ১০ ১১ ও ১২ ডিসেম্বর শুরু হচ্ছে হাটহাজারীতে চট্টগ্রাম বিভাগের ইজতেমার জোড়

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ৩:৩১ পিএম

চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হচ্ছে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছারিযয়া গ্রামে চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা জোড় । চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হতে মুসল্লিরা ইজতেমা অংশগ্রহণ করবেন বলে জানা যায় । ছারিয়া মদিনা মসজিদ সংলগ্ন ইজতেমার ময়দানে এই জোড় হবে বলে জানিয়েছেন ইজতেমার মুরুব্বিগণ। চলতি বছরের ডিসেম্বর মাসের ১০ ১১ও ১২ ডিসেম্বর ৩ দিনব্যাপী ইজতেমার এই জোড় চলবে । এই উপলক্ষে ইজতেমা সাথী ভাইয়েরা প্রাথমিক কাজগুলো ইতি মধ্যে শুরু করেছে। এদিকে ইজতেমার ময়দানে এখনো রয়েছে ফসলি জমির ধান আগামী কয়েকদিনের মধ্যে ধান গুলো কেটে ফেলা হবে বলে জানিয়েছেন কৃষকরা। ইতিমধ্যে বেশ কিছু ফসল কেটে নিয়ে গেছে কৃষকরা ।
এদিকে ২০১৮ ও২০১৯
সালে পরপর দুইবার ইজতেমা হয়েছে হাটহাজারী মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে মদিনা মসজিদ সংলগ্ন বিশাল এই মাঠে । 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইজতেমা

১৮ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ