Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোলান থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস জাতিসংঘে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

সিরিয়ার গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরাইলের সব সেনাকে স¤পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ দাবি জানিয়েছে। পরিষদে এ দাবির পক্ষে বুধবার একটি প্রস্তাব পাস করা হয়। একইসঙ্গে গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইল যে নিজের মালিকানা দাবি করছে তাকে বাতিল বলে ঘোষণা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

সিরীয় গোলান শীর্ষক ওই প্রস্তাব রেকর্ডসংখ্যক ভোটে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৯৪টি বিপক্ষে মাত্র আট ভোট পড়েছে এবং ভোট দেয়া থেকে বিরত ছিল ৬৯টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরাইল, আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, পালাউ, মার্শাল আইল্যান্ড এবং মাইক্রোনেশিয়া।
প্রস্তাবে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৪ জুনের আগের সীমানা মেনে নিয়ে ইসরাইলকে গোলান মালভূমি থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং শিগগিরই শান্তি আলোচনায় বসতে হবে। সূত্র : তাসনিম নিউজ ও সানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ