Inqilab Logo

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

বৃস্টি হানা না দিলে ৬৬ ওভার খেলা হবে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ১২:৪০ পিএম | আপডেট : ১২:৫২ পিএম, ৫ ডিসেম্বর, ২০২১
মিরপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা সকালে শুরু হয়নি।  গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় খেলা বন্ধ রাখতে হয়। কিছুক্ষণ আগে মাঠে যান আম্পায়াররা। খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরী হওয়ায়  ১২টা ৫০ ও দিনের প্রথম বল মাঠে গড়ায়। সব মিলিয়ে আজ ৬৬ ওভার খেলা হবে যদি বৃষ্টি আবার হানা না দেয়। চা বিরতির আগে ২০ মিনিট খেলা হবে। এরপর চার ঘন্টা টানা খেলা হবে। 
 
এদিকে এর আগে আলো স্বল্পতার কারনে প্রথম দিন ৩৩ ওভার কম খেলা হয়। প্রথম দিন কম ওভার  হওয়ার কারণে আধা ঘন্টা এগিয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল রোববার দ্বিতীয় দিনের খেলা। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি উল্টো মধ্যাহ্ন বিরতির আগে একটি বলও মাঠে গড়ায়নি।
 
গতকাল প্রথমদিন ২ উইকেট হারিয়ে ১৬১ রান করে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত আছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন