Inqilab Logo

মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৪ মাঘ ১৪২৮, ১৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

৪ হাজার মাইল পাড়ি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে ওয়েলসের তালাসরি সমুদ্রসৈকতে পাওয়া গেছে একটি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কচ্ছপটির মূল বিচরণ এলাকা সেখান থেকে অন্তত ৪ হাজার মাইল দূরে। ৪ হাজার মাইল পাড়ি দিয়ে যুক্তরাজ্যের সমুদ্রসৈকতে এসে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে প্রাণীটি।

সম্প্রতি নিজের পোষা কুকুরকে নিয়ে সৈকতে বেড়াতে গিয়েছিলেন অ্যাশলে জেমস নামের এক ব্যক্তি। হঠাৎ তার কুকুরটি ছুটে গিয়ে কেম্পস রাইডলি প্রজাতির কচ্ছপটির কাছে গিয়ে দাঁড়ায়। প্রথম অ্যাশলে জেমস ভেবেছিলেন, কচ্ছপটি মারা গেছে। পরে অবশ্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন অ্যাশলে। তারা এসে কচ্ছপটিকে জীবিত উদ্ধার করে। ততক্ষণে প্রচন্ড ঠান্ডায় এটির অবস্থা নাজুক হয়ে পড়েছিল। কেন কচ্ছপটি এখানে এসে যাত্রা সমাপ্ত করেছে, এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। বিবিসি বলছে, সম্প্রতি যুক্তরাজ্যের কিছু অংশ ঘ‚র্ণিঝড় আরওয়েনের সম্মুখীন হয়েছে। যে কারণে গত সপ্তাহে প্রবল বাতাসের মধ্যে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের ইউএস ন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফেডারেশনের (এনডবিøউএফ) তথ্যমতে, কেম্পস রাইডলি প্রজাতির কচ্ছপ বিশ্বের সবচেয়ে ছোট সামুদ্রিক কচ্ছপ এবং এরা সবচেয়ে বেশি বিপন্নের মুখে। এদের সাধারণত মেক্সিকো উপসাগরে দেখা যায়। সেখানেই তারা বেশির ভাগ বাসা বাঁধে।

ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) তথ্যমতে, কেম্পস রাইডলি প্রজাতির কচ্ছপগুলো আটলান্টিক মহাসাগরের উত্তরে নোভা স্কোটিয়া পর্যন্ত এবং এমনকি পূর্ব-উত্তর আটলান্টিকেও পাওয়া গেছে। তবু মেক্সিকো উপসাগর থেকে ব্রিটেনের পশ্চিম উপক‚লে প্রায় ৪ হাজার মাইল ভ্রমণ করা কচ্ছপটির জন্য বিশাল ভ্রমণ হিসেবে বিবেচিত হতে পারে। এনওএএ বলছে, এই প্রজাতির কচ্ছপ ঠিক কত দিন বেঁচে থাকে, তার সঠিক তথ্য নেই। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এদের বাসা বানানোর সময়। এ সময় প্রাপ্তবয়স্ক নারী কচ্ছপ আরিবাদা নামে বড় সমাবেশে উপক‚লে আসে। পানির তাপমাত্রা খুব কম হলে সামুদ্রিক কচ্ছপগুলো সাধারণত ঠান্ডায় কাবু হয়ে যায়। যার ফলে তাদের শরীরে অলসতা, নিউমোনিয়া দেখা দেয় এবং মৃত্যু হতে পারে। সূত্র : নিউজউইক। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ