Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় পিনজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ সিকদার বহিষ্কার

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ৫:০৯ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিনজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ সিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বহিষ্কার আদেশে উপজেলা আওয়ামীলীগ বলেন কোটালীপাড়া উপজেলার ১১ নং পিনজুরি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খানঁ মিলনকে নৌকা প্রতিকে মনোনয়ন প্রদান করেন। এর পর পিনজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ সিকদার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার বিপক্ষে মনোনয়ন দাখিল করেন এবং বারবার তাকে মৌখিক নির্দেশনা দেওয়া সত্বেও তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন নি।সেই কারণে বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্দ্রের ৪৭ নং ( ক) ও ( ঠ) উপ- ধারা মোতাবেক দলীয় শৃংখলা ভঙ্গের কারণে ও গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের মৌখিক নির্দেশনায় আবু সাইদ সিকদারকে দল থেকে বহিষ্কার করা হলো। এসময় আওয়ামীলীগ কার্যালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সহ- সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ,সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান পিনজুরি ইউনিয়নে নৌকা প্রতিকে মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান হাজি মোঃ আমিনুজ্জামান খানঁ মিলন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা,দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনী, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুহুল আমীন হাওলাদার লিটু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ