Inqilab Logo

শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২, ১৪ মাঘ ১৪২৮, ২৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

ক্যান্সার জয়ের পথে ঐন্দ্রিলা শর্মা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

প্রেমিক সব্যসাচী চৌধুরী জানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা দ্বিতীয়বার ক্যান্সার ডায়াগনোস হবার পর এখন ঝুঁকিমুক্ত। তিনি জানিয়েছেন তার কেমোথেরাপির কোর্স এখনও শেষ হয়নি, তবে চিকিৎসকরা জানিয়েছেন ঐন্দ্রিলা এখন ঝুঁকির বাইরে। অভিনেত্রী একজন যোদ্ধার মতই ক্যান্সার মোকাবেলা করে আসছেন। অনেকের কাছে তিনি বিশাল এক অনুপ্রেরণা। ‘জিয়ন কাঠি’ সিরিয়ালের শুটিংয়ের সময় তিনি দ্বিতীয়বার জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। এর পরপরই তাকে চিকিৎসার জন্য দিল্লিতে নেয়া হয়। সেখানে কেমোথেরাপি এবং সার্জারি করাতে হয় তাকে। পুরো প্রক্রিয়ার সময় তার সঙ্গে ছিলেন তার প্রেমিক সব্যসাচী, তারা বাবা, মা এবং তার ছোট বোন। উল্লেখ্য ঐন্দ্রিলার মাও একজন ক্যান্সার থেকে সুস্থ হওয়া মানুষ। দিল্লিতে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর ফিরেই তিনি শুটিংয়ে যোগ দেন। সব্যসাচী ‘মহাপীঠ তারাপীঠ’-এ সাধক বামা খ্যাপার ভূমিকায় অভিনয় করেন। দিল্লিতে হাসপাতালে ভর্তি থাকাকালে তিনি প্রায়ই ঐন্দ্রিলাকে দেখতে যেতেন আর ভক্তদের ঐন্দ্রিলার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করতেন। তিনি ঐন্দ্রিলার মনের জোরের প্রশংসা করেন, প্রশংসা করেন তার মায়েরও। তিনি জানান অবিলম্বে ঐন্দ্রিলা শুটিংয়ে যোগ দেবেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐন্দ্রিলা শর্মা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ