Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যারিয়ারের প্রথম উইকেট পেলেন বাবর, শেষ মূহুর্তে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ৪:৩৬ পিএম | আপডেট : ৪:৪২ পিএম, ৮ ডিসেম্বর, ২০২১
টেস্ট ক্যারিয়ারে গতকাল প্রথমবারের মতো একটি ওভার করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আজ দ্বিতীয়বারের মতো করলেন বল। আর নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ওভারে তিনি পেলেন উইকেট। 
 
বাংলাদেশের ইনিংসের ৭৬তম ওভারটি করতে আসেন বাবর। তিনি এসেই দ্বিতীয় বলে এলবিডব্লিউ আউট করে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজকে। তিনি ৬৭ বল খেরে করেন ১৪ রান। তখন দলের রান ১৯৮। 
 
এরপরের ওভারেই সাজিদ খানের বলে সরাসরি বোল্ড আউট হন সাকিব আল হাসান। তিনি ১৩০ বল খেলে ৬৩ রান করেন। শুরুতেই বিপদে পড়া বাংলাদেশকে হারের লজ্জা থেকে বাঁচাতে দলকে টেনে নিচ্ছিলেন সাকিব ও মিরাজ। 
 
কিন্তু পরপর দুই ওভারে তারা ফিরে গেলে শেষ মূহুর্তে আবার বিপদে পরে টাইগাররা।  তারা দুজনই ছিলেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান। এরপর সাজিদ খান খালিদ আহমেদকে ০ রানে ফেরান।  এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২০৪ রান।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ