পুলিশ কোনো খারাপ কাজে খবরের শিরোনাম হতে চায়না -আইজিপি
-30.06.2022.jpg)
ব্যক্তি পুলিশের অপরাধের কোন দ্বায় পুরো বাহিনী কখনওই নিবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে মাঝ নদীতে ফেরির আলো অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, কুয়াশা কমে গেলে ফের এ নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।
তিনি আরও জানান, যানবাহন ও সাধারণ যাত্রী পারাপারে এ নৌরুটে ১৬টি ফেরি রয়েছে। নৌরুট বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ’ যানবাহন পারা-পারের অপেক্ষায় রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।