Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুস্তাফিজের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

মুদিদোকান করে জীবিকা নির্বাহকারী যুবক মুস্তাফিজ এখন মৃত্যুযাত্রী। সে জটিল কিডনি রোগে ভোগছেন। দিনাজপুর ও রংপুর চিকিৎসার পর এখন ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে কিডনি চিকিৎসক ডা. হারুন-উর-রশিদ ও ডা. মুজিবুল হকের চিকিৎসাধীন। চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মুস্তাফিজ জটিল কিডনি রোগে আক্রান্ত, তার ২টিই কিডনি অকেজো, তাকে সুস্থ করতে সপ্তাহে ২/৩ বার ডায়ালাইসিসসহ কিডনি প্রতিস্থাপন ও উন্নত চিকিৎসা জরুরি, পরিবারের সদস্যরা কিডনি দান করলে প্রতিস্থাপন খরচে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ শহরের গুয়াগাঁও গ্রামের অসহায় দরিদ্র আজিজুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান (৩২) ছোট্ট একটি মুদি দোকান করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কোন রকমে জীবনযাপন করে আসছিল। কখন যে শরীরে বাসা বেধেছে মরণব্যাধি কিডনি রোগ নিজেও টের পাননি। দীর্ঘদিন ডায়ালাইসিসসহ চিকিৎসা চালাতে গিয়ে পরিবার সহায়-সম্বলটুকু হারিয়ে এখন নিঃস্ব প্রায়। অনেক ধার-দেনায় জড়িয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষেও কিডনি প্রতিস্থাপন ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে বড়ভাই মো. আজহারুল ইসলাম সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. আজহারুল ইসলাম,
সঞ্চয়ী হিসাব নং ৬২০৪,
অগ্রণী ব্যাংক, পীরগঞ্জ শাখা, ঠাকুরগাঁও।
মোবাইল ০১৭৩৮২৮০৪৪৫ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ