মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হাই গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি
নারায়ণগঞ্জের চাষাঢ়া ডাক বাংলোর মোড়ে একটি দ্রুতগামী ট্রাকচাপায় মারা গেছেন অটোরিকশা আরোহী বাবা ও মেয়ে। শুক্রবার জুমার নামাজের পর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ (৪৫) ও তার মেয়ে বেলী (১৬)।
এ ঘটনার পর পরই ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা এসে লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।