চাটমোহরে ১৬শ’ টাকা মণ গম
পাবনার চাটমোহরে মণপ্রতি গমের দাম বেড়ে বিক্রি হয়েছে ১৬শ’ থেকে সাড়ে ১৬শ’ টাকায়। ভারত থেকে গম রপ্তানী বন্ধের ঘোষনা আসে গত শুক্রবার। রাশিয়া ও ইউক্রেন
হবিগঞ্জের বাহুবলে ট্রাক ছাপায় আকিব মিয়া (১১) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ইছাক পুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আকিব উপজেলার ইছাকপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে ও উপজেলার ছল্তাতলা দারুল উলোম মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদর ইউনিয়নের ইছাকপুর এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে। ওই কাজে ব্যবহৃত একটি ইট বুঝাই ট্রাক ওই ছাত্রকে ছাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক্টর চালক পালিয়ে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।