জ্ঞানবাপী মসজিদে নামাজ চালু রাখার নির্দেশ ভারতের হাইকোর্টের

ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের পুকুর এলাকা সিলগালা থাকলেও মসজিদে নামাজ
একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন মমতা৷ সেখানে শুভেন্দুর কাছে হারেন তিনি। তৃণমূলের রাজ্য সভাপতি এর জন্য দলীয় কর্মীদের দায়ি করেছেন।
মমতার সঙ্গে দীর্ঘদিন ধরে একই পথে হেঁটে রাজনীতি করেছেন সুব্রত বক্সী৷ তিনি দাবি করেছেন, ‘দলীয় কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রাম থেকেবিধায়ক হতে পারেননি রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷’ তার এই অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন৷
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন মমতা৷ সেখানে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী৷ খুব কম ভোটের ব্যবধানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন শুভেন্দু৷ যদিও এর আগে সংবাদ সংস্থার খবরে দাবি করা হয়েছিল নন্দীগ্রামে জিতেছেন মমতা৷
ভোটের ফলপ্রকাশের পরই মমতা দাবি করেছিলেন, ষড়যন্ত্র করে তাকে নন্দীগ্রামে হারানো হয়েছে৷ বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়৷ সেই মামলা এখনও অমীমাংসিত৷ যদিও এরই মধ্যে মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখতে ভবানীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়৷ রেকর্ড ভোটে জয়ী হয়ে বিধায়ক হন মমতা৷ তবে এরপরও নন্দীগ্রামে তার পরাজয় নিয়ে তৃণমূলের অন্দরে সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব কাটেনি৷ ভাইরাল অডিও ক্লিপে ফের একবার সেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল৷ সূত্র: হিন্দুস্থান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।