Inqilab Logo

রোববার, ২৯ মে ২০২২, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৭ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

৩২ জিবি আইফোন ৭-এ ধীর গতি

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সব আইফোন ৭ একই মানের নয়, এমনটাই দেখা গেছে সম্প্রতি করা এক গবেষণায়। সেখানে দেখা যায় আইফোনের সবথেকে সস্তা ৩২ জিবি সংস্করণটি ১২৮ জিবি বা ২৫৬ জিবি সংস্করণের তুলনায় অনেকটা ধীরগতির। এ ছাড়া কিছু কিছু ফোনের চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কও খুবই দূর্বল। স্মার্টফোনের তথ্যের সাইট জিএসএমঅ্যারেনার গবেষণায় দেখা গেছে যে আইফোন ৭- ৩২ জিবি এর স্টোরেজ গতি তুলনামূলক ব্যয়বহুল ১২৮ জিবি সংস্করণের থেকে উল্লেখ্যযোগ্যভাবে মন্থর। আইফোন ৭ এর ৩২ জিবি সংস্করণের ডেটা রিডিং গতি ১২৮ জিবি সংস্করণ থেকে ২০০ এমবিপিএস কম, জানিয়েছে গার্ডিয়ান।বিভিন্ন তথ্য যেমন ছবি, ভিডিও, মিউজিক, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ফাইল সংরক্ষণের ক্ষেত্রে আইফোন ৭ এর ৩২ জিবি সংস্করণটির গতি মাত্র ৪২ এমবিপিএস যেখানে ১২৮ জিবি সংস্করণে এ গতি আট গুন বেশি, প্রায় ৩৪১ এমবিপিএস। এদিকে আইফোন ৭ প্লাস-এর বিভিন্ন সংস্করণের পরীক্ষা-নিরীক্ষায় তাদের সেলুলার পারফরমেন্সেও নানা অসঙ্গতি প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক সেলুলার ইনসাইট যারা নেটওয়ার্ক সরঞ্জাম পরীক্ষা-নীরিক্ষা করে থাকে তাদের মতে আইফোন ৭ প্লাস স্মার্টফোন যেগুলো যুক্তরাজ্য ও ইউরোপে পাওয়া যায় সেগুলো যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এমন মডেলের তুলনায় লক্ষনীয়ভাবে দূর্বল প্রকৃতির।এক্ষেত্রে অ্যাপল কোয়ালকম এবং ইনটেল দুই প্রতিষ্ঠনের মডেম ব্যবহার করেছে বলে জানানো হয়েছে। স শিবলু 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩২ জিবি আইফোন ৭-এ ধীর গতি

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ