Inqilab Logo

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৫ কার্তিক ১৪২৮, ১৩ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বাঁকানো ডিসপ্লের শাওমি

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

লেনোভো, স্যামসাং, এলজি এবং শাওমি বেশ কিছুদিন ধরেই বাঁকানো যায় এমন ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছিল। আমরা ইতোমধ্যেই এমন কিছু ডিসপ্লের প্রোটোটাইপও দেখেছি ইন্টারনেটে বিভিন্ন ফাঁস হয়ে যাওয়া তথ্যের কল্যাণে। সম্প্রতি ছোট্ট একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে শাওমির তৈরি এমন একটি ডিসপ্লে প্রযুক্তির যা বাঁকানো সম্ভব। এমনকি ভিডিওটি থেকে এমনও দেখা গিয়েছে যে শাওমির তৈরি এই ট্যাঞ্জিবল ডিসপ্লে ইউনিটটি বেশ টাচ রেসপন্সিভও। যদিও ভিডিওতে ব্যবহারকারীকে বিভিন্ন দিকে ডিসপ্লেটি বাঁকাতে দেখা যায়নি তবে ভিডিওতে ব্যবহার করা ডিসপ্লে ইউনিটটি যে বাঁকানো যায় সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে। ডিসপ্লেটি কোন স্মার্টফোনে সংযুক্ত করা হয়েছে বা হবে আর কবেই বা এটি প্রযুক্তি বাজারে উন্মোচিত হতে যাচ্ছে সে বিষয়ে কোন তথ্য আপাতত পাওয়া যায়নি। তবে বুমব্লার্গের তৈরি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে টেক জায়ান্ট স্যামসাং আগামী বছরের প্রথম দিকেই বাঁকানো ডিসপ্লে প্রযুক্তি সহ দুটি স্মার্টফোন প্রযুক্তি বাজারে উন্মোচন করতে পারে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঁকানো ডিসপ্লের শাওমি

২৫ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ