দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে লিচু’র বাজার উদ্বোধন

সোমবার (২৩ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে লিচু’র বাজারের উদ্বোধন করা হয়েছে। যদিও গত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরে খাবার মনে করে ছারপোকা মারার ওষুধ খেয়ে তিহা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ধলপুর লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তিহা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নুনেরটেক এলাকার রিকশাচালক আনোয়ার হোসেনের ছোট মেয়ে।
তার বাবা আনোয়ার হোসেন জানান, বাসায় রাখা ছারপোকা মারার ওষুধকে খাবার মনে করে খেয়ে ফেলে তিহা। এরপর বমি করা শুরু হলে আমরা বিষয়টি টের পাই।
তখন তিহাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।