গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গাঁজাসহ ১জন গ্রেফতার
আজ শনিবার (২৮শে মে) গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার করেছে। সে উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মোঃ শামসুউদ্দিনের
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের শামীম মিয়া (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের মৃত জয়নাল মিয়ার পুত্র শামীম মিয়া বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময় পরিবারের লোকজন ঘরে ঢুকে শামীমকে ঝুলন্ত দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এঘটনায় শামীমের পরিবারের দাবি শামীম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে শামীম মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।