Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে গায়ে হলুদের গাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গায়ে হলুদের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল গাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল সেট লুটে নিয়েছে। প্রতিবাদ করায় ডাকাতদের হামলায় ৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ছনপাড়া-ভোলাব মানিক সড়কে ঘটে এ ডাকাতির ঘটনা। আহতরা হলেন, ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, খাইরুল কবির, হাসেম মিয়া ও ইমরান হোসেন। আহত খাইরুল কবির জানান, তার ভাই তাজুল মিয়ার শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। বিয়ে করছেন পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বান্টি এলাকায়। গত বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল যোগে বান্টি এলাকার কনের বাড়ি থেকে গায়ে হলুদ দিয়ে নিজ বাড়ি চারিতালুক এলাকায় ফিরছিলেন তারা। রাত ৯টার দিকে ছনপাড়া-ভোলাব মানিক সড়কে বটতলা এলাকায় পৌঁছামাত্র ১২ থেকে ১৫ জনের ডাকাতদল ধারালো ছেনি, চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে গাছের গুঁড়ি ফেলে গায়ে হলুদের প্রাইভেটকার ও মোটরসাইকেল গতিরোধ করে। পরে দুই জনকে হাত-পা বেঁধে ফেলে সড়কের এক পাশে ফেলে রাখে। এসময় গায়ে হলুদের গাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি মোবাইল সেট ও নগদ প্রায় ২০ হাজার টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, খাইরুল কবির, হাসেম মিয়া ও ইমরান হোসেন নামের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এসময় আহতদের চিৎকারে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পূবেরগাঁও, গুতুলিয়া ও চারিতালুক এলাকার মানুষ ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে ঘটনাস্থলে এগিয়ে এলে ডাকাতদল কানিবিল দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আহতদের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কা বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গায়ে হলুদের গাড়িতে ডাকাতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ