নান্দাইলে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে নিহত-১ আহত-৩

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের তসরা নামক স্থানে সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর ৩ জন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইলসামারি এলাকায় বালতির পানিতে ডুবে নুসরাত জাহান নামে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নুসরাত জাহান ইসলামারি এলাকার সাদ্দাম আলীর মেয়ে।
সকাল পৌনে ১০টার দিকে নুসরাতকে নিয়ে তার স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুসরাতের বাবা সাদ্দাম আলী জানান, বাড়ির উঠানে থাকা বালতিতে কীভাবে ডুবে গেছে তার মেয়ে, কেউ খেয়ালই করেনি। তখন ওর মা বাসন মাজছিল। পরে এসে দেখে বালতি মধ্যে পড়ে আছে। তারপর হাসপাতালে নিয়ে আসলে, ডাক্তার বলেছে আগেই মারা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।