নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি
নেছারাবাদ উপজেলায় ইন্দেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত দশটার দিকে ইন্দেরহাট বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী
মুজিব জন্মশতবর্ষ, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় নওগাঁয় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার শহরের আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. রাজিয়া সুলতানা। ক্রীড়া পরিদপ্তরের সহকারি পরিচালক (সংগঠন) আখতারুজ্জামান রেজা তালুকদার রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাহমুদুল ইসলাম, সদর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমায়ন কবির, জেলা লাইব্রেরিয়ান এসএম আসিফ, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দীন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবক। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার নৈপুণ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।