আয়ারল্যান্ডে এই প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত

বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়ানো মাঙ্কিপক্স ভাইরাস এবার আয়ারল্যান্ডে শনাক্ত হয়েছে। শনিবার আয়াল্যান্ডের স্বাস্থ্য সংস্থা
সুদানের পশ্চিম দারফুর রাজ্যে গোত্রীয় সংঘাতে ২৪৮ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সুদানের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবর থেকে এখন পর্যন্ত চলা গোত্রীয় সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটে। সুদানে বেসরকারি চিকিৎসকরা এক বিবৃতিতে বলেছেন, উত্তর দারফুর অঞ্চলে মোট নিহতের সংখ্যা ৪৯ জন। বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে, অক্টোবর থেকে এখন পর্যন্ত চলা গোত্রীয় সংঘাতের কারণে কমপক্ষে ৮৩ হাজার ব্যক্তি দারফুর অঞ্চল থেকে পালিয়েছে। এদিকে গত সপ্তাহে সুদানি কর্তৃপক্ষ জানিয়েছে, দারফুর অঞ্চলের বর্তমান নিরাপত্তা সঙ্কট নিরসনে তিন হাজারের বেশি পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।