Inqilab Logo

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

অন্তর্বাসে নাক-মুখ ঢেকে বিমানে যাত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। ভাইরাসের অতিসংক্রামক নতুন এই ভ্যারিয়েন্টের কারণে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে মাস্ক বাধ্যতামূলক করাসহ ফিরছে নানা বিধিনিষেধ। এর মাঝেই অবাক করা কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। বিমানে চড়েছেন, অথচ মাস্ক পরতে নারাজ তিনি। মাস্কের বদলে নারীর অন্তর্বাস পরেই বিমানে উঠে বসলেন তিনি। এমনকি বিমানে দায়িত্বরতরা তাকে মাস্ক পরতে বলায় রীতিমত বিরক্তও হন তিনি। সৃষ্টি হয় বিমান কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডার। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এমনকি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়েছে মাস্কের বদলে নারীর অন্তর্বাস পরে বিমানে ওঠা ওই ব্যক্তির ভিডিও। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেই ব্যক্তির নাম অ্যাডাম জেনি। গত বুধবার (১৫ ডিসেম্বর) সকালে ফ্লোরিডার ফোর্ট লাউডারডেল বিমানবন্দর থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার জন্য ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে মাস্ক ছাড়াই কেবল নারীর অন্তর্বাস পরে উঠে বসেন তিনি। মাস্ক না পরে নারীর অন্তর্বাস পরে বিমানে ওঠার কারণ হিসেবে তিনি দাবি করেন, বেশ কয়েকবার এভাবেই বিমানে চড়ে তিনি ভ্রমণ করেছেন বিশ্বের নানা দেশে। আগে আটকানো না হলেও এখন কেন তাকে বাধা দেওয়া হচ্ছে! নিউইয়র্ক পোস্ট। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমানে যাত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ