তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া
প্রতিবেশীর নতুন বউ দেখে এসেই আত্মহত্যা করেছেন সিলেটের বিয়ানীবাজারে এক কলেজ ছাত্রী। কলেজছাত্রীর সানজিদা ইয়াসমিন শাওনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। কলেজ ছাত্রী শাওন আত্মহত্যার নেপথ্যে থাকা রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় থানা পুলিশ। নিহত সানজিদা ইয়াসমিন শাওন (১৮) পৌরশহরের শ্রীধরা এলাকার ফয়জুল আলমের কন্যা। শাওন বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন সে কী জন্য আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ পুরো বিষয়টি তদন্তক করে দেখছে। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে এক প্রতিবেশির নতুন বউ দেখতে যান শাওন। এরপর বাড়ির লোকজনকে বলে ছাদে উঠেন। কিছুক্ষণ পর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছাদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এহেন আত্মহত্যার ঘটনায় এলাকা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।