Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধসে নিহত ৩, নিখোঁজ ৭০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১:০০ পিএম

মিয়ানমারের চীন সংলগ্ন কাচিন রাজ্যের পাকান্ত শহরে বুধবার ভোর রাত চারটার দিকে জেড পাথরের এক খনিতে ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন ২৫ জন৷ এখনও নিখোঁজ কমপক্ষে ৭০ জন৷

সবুজ রংয়ের প্রায়-স্বচ্ছ একটি পাথর হচ্ছে জেড৷ বিশ্বের মোট জেড পাথরের ৯০ শতাংশ পাওয়া যায় মিয়ানমারে৷ চীনে জেড পাথরের অনেক জনপ্রিয়তা আছে৷ ফলে মিয়ানমারের আয়ের একটি বড় অংশ আসে জেড পাথর বিক্রি থেকে৷ ওয়াচডগ গ্লোবাল উইটনেসের ধারনা, ২০১৪ সালে এই খাতের মূল্য ছিল প্রায় ৩১ বিলিয়ন ডলার বা দুই লাখ ৬৬ হাজার কোটি বাংলাদেশি টাকা৷

মিয়ানমারের পাকান্ত শহরে জেড পাথরের সবচেয়ে বেশি খনি রয়েছে৷ তাই মিয়ানমারের প্রায় সব জায়গা থেকে শ্রমিকরা সেখানে ভিড় করেন৷ অনেকে বড় খনি কোম্পানিতে চাকরি পান৷ বাকিরা কোম্পানির ফেলে দেয়া ময়লা থেকে পাথর খুঁজে পাওয়ার চেষ্টা করেন৷ তবে এখনও নিয়ম মেনে মূল্যবান এই খাত পরিচালনা করা সম্ভব হয়নি৷

অং সান সু চির সরকার ক্ষমতায় আসার পর এই খাত নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছিল৷ কিন্তু কাজ তেমন একটা হয়নি৷ ফলে কাচিন রাজ্যের খনি ও সেখান থেকে পাওয়া অর্থের নিয়ন্ত্রণ নিতে কাচিনের বিচ্ছিন্নতাবাদী ও সামরিক বাহিনীর মধ্যে প্রায় সংঘাত হয়ে থাকে৷ এতে অনেক সাধারণ মানুষও মারা পড়েন৷

এছাড়া সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নিরাপত্তা নিশ্চিত না করেই শ্রমিকরা পাথর উত্তোলনে নেমে পড়েন৷ ফলে প্রতিবছর দুর্ঘটনায় অনেকে মারা যান৷ গতবছর জুলাইতে পাকান্তে এক খনি দুর্ঘটনায় ১৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ ২০১৫ সালে আরেক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ১১৬ জন৷ সূত্র: এএফপি, রয়টার্স, ডিপিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ