Inqilab Logo

বুধবার, ১৮ মে ২০২২, ০৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ শাওয়াল ১৪৪৩ হিজরী

স্যামসাং ভিলেজ প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার, নারী-যুব উন্নয়নসহ নানা স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করে আসছে গুড নেইবারস বাংলাদেশ। ১৯৯৬ ইং সাল থেকে সুনামের সাথে সংস্থাটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। তারই প্রেক্ষাপটে গতকাল গুড নেইবারস বাংলাদেশের স্যামসাং ভিলেজ প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মাইন উদ্দীন মাইনুল, কান্ট্রি ডিরেক্টর গুড নেইবারস বাংলাদেশ; স্যামসাং সি এন্ড টি এর প্রতিনিধিবৃন্দ; ফারজানা শারমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার; ওয়াহিদা বানু, নির্বাহী পরিচালক অপরাজেয় বাংলাদেশ; বিদ্যালয় ম্যানেজম্যান্ট কমিটি বিদ্যালয় শিক্ষকবৃন্দ, প্রজেক্ট ম্যানেজার মোঃ আরিফ হোসেন, স্যামসাং ভিলেজ প্রজেক্ট এবং গুড নেইবারস বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ। স্যামসাং সি এন্ড টি এর প্রতিনিধিরা প্রজেক্টের কার্যক্রম দেখে এবং বিদ্যালয়ের শিক্ষকদের অনুভুতি শুনে অভিভ‚ত হয়ে গুড নেইবারস বাংলাদেশকে ধন্যবাদ জানান।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্যামসাং ভিলেজ প্রজেক্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ