গবেষণায় ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবির তিন শিক্ষক

গবেষণায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের প্রেক্ষিতে ভিসি অ্যাওয়ার্ড-২১ (ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড) পেয়েছেন শাহজালাল বিজ্ঞান
চট্টগ্রামের আনোয়ারায় ডিবি সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে টাকা আদায়ের মামলায় ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। রোববার শুনানি শেষে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার অভিযোগ আমলে নেন। অভিযুক্তরা হলেন- কনস্টেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ এবং মোর্শেদ বিল্লাহ।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রæয়ারি মধ্যরাতে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রাম থেকে আবদুল মান্নানকে তুলে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাদের এক লাখ ৮০ হাজার টাকা দেয়া হলে তারা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় গত ৭ ফেব্রæয়ারি আনোয়ারা থানায় মামলা হয়। তদন্ত শেষে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।