রাবি ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দলীয় টেন্টে এ হামলার ঘটনা
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় সিয়াম নাসের ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ডিসেম্বর) সকালে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বি-ধানসাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম বিধানসাগর গ্রামের কৃষক মোঃ মোশারফ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই রুবেল হাওলাদার জানান, সকাল সাড়ে ১১টার দিকে সিয়াম বাড়ির সামনের রাস্তায় খেলছিলো। এসময় একটি ইজিবাইক এসে সিয়ামকে ধাক্কা দেয়। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিয়ামকে মৃত বলে জানান ।
শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে । ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।