হজসহ বিশেষ প্রয়োজনে বিদেশ যেতে পারবেন ব্যাংকাররা

ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ প্রয়োজন, হজ-উমরা,
নগরীর হালিশহরের সবুজবাগ মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় রেদোয়ানুল কবির (৭০) নামে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন।
তিনি বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে ১৯৯৫ সালে অবসরে যান। তিনি হালিশহরের গ্রীন ভিউ আবাসিকের লোকমান টাওয়ারে পরিবারের সাথে বসবাস করতেন। সোমবার হালিশহরের সবুজবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রেদোয়ানুল কবির সবুজবাগ মোড়ের রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। প্রত্যক্ষ্যদর্শীরা তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।