আলমবাগে পানিবদ্ধতার সমস্যা সমাধানে বাধা, মারধরের অভিযোগ

পানিবদ্ধতার সমস্যায় জর্জরিত পুরো রাজধানী। কদমতলী থানাধীন জুরাইনের আলমবাগ রোডও তার বাইরে নয়। জনবহুল ও
তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করছেন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা থেকে মহাসমাবেশ শুরু হওয়ার থাকলেও তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকের শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। মহাসমাবেশে দুই হাজারের মতো শিক্ষক অংশ নিয়েছেন।
শিক্ষক মহাজোটের দাবিগুলো হচ্ছে- জাতীয়করণ হওয়া দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেলের অর্থ ফেরত দিতে হবে, এ সংক্রান্ত গত বছরের ১২ অক্টোবরের আদেশ বাতিল করা; প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জাতীয়করণ-২০১৩ নীতিমালা অনুযায়ী ৫০ শতাংশ শিক্ষককে জ্যেষ্ঠতা দেওয়া ও স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি বাস্তবায়ন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।