শেরপুরে প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রীর, ঘাতক প্রেমিক আটক

শেরপুরের নকলায় প্রেমিক আরিফুল ইসলামের (২৮) ছুরিকাঘাতে সোহাগী আক্তার(২২) নামে এক কলেজছাত্রী খুন হয়েছেন। এ
আড়াইহাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের দিঘলদী শাখায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে ডাকাতদল।
ব্যাংকের ম্যানাজার সামসুল জানান, রাত দেড়টার দিকে ৭/৮ জন মুখোশ পরিহিত ডাকাতদল গ্রামীন ব্যাংকের দিঘলদী শাখায় কেচি গেইট ভেঙ্গে ১১ জন কর্মকর্তা-কর্মচরীর হাত-পা বেধেঁ নগদ ৮ হাজার টাকা ও ৯টি দামী মোবাইল ছিনিয়ে নেয়। এ্ সময় বাধাঁ দিতে গেলে কর্মকর্তা দীপক চন্দ্র সাহাকে কুপিয়ে আহত করা হয়। তাকে ভুলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।